সাধারণ বীমা করপোরেশন ৫ পদে নেবে জনবল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১; সময়: ৪:০৪ অপরাহ্ণ |
খবর > চাকরি
সাধারণ বীমা করপোরেশন ৫ পদে নেবে জনবল

পদ্মাটাইমস ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের শূন্য পদসমূহে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি জেনারেল ম্যানেজার ও সহকারী জেনারেল ম্যানেজারসহ পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোয় আবেদন করতে পারবেন যে কেউ। ২৩ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
পদসংখ্যা: ১টি, গ্রেড–৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সিএ/এমবিএ ডিগ্রি। বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
পদসংখ্যা: ১টি, গ্রেড-৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতাসহ সিএ/এমবিএ ডিগ্রি। বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

পদের নাম: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১টি, গ্রেড-৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সিনিয়র প্রোগ্রামার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি, গ্রেড-৬। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সহকারী প্রোগ্রামার/অ্যাসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি, গ্রেড-৯। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের প্রক্রিয়া
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে ডেপুটি জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ (৮ম তলা), সাধারণ বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
আবেদনের শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে