ইউক্রেনের সংস্কৃতি পরিচয়ও মুছে দিচ্ছে রাশিয়া

প্রকাশিত: মে ২৮, ২০২২; সময়: ১১:৩৮ পূর্বাহ্ণ |
ইউক্রেনের সংস্কৃতি পরিচয়ও মুছে দিচ্ছে রাশিয়া

পদ্মাটাইমস ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয় নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নৌবাহিনী নেভাল একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এক ভাষণে এ অভিযোগ করেন তিনি। খবর আল-জাজিরার।

অন্যদিকে, পুতিনের দাবি, যুদ্ধ বন্ধে রাশিয়া আলোচনা প্রক্রিয়ায় এগোতে চায়লেও তা নস্যাৎ করেছে ইউক্রেন।

মার্কিন নেভাল একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর উষ্মা প্রকাশ করেন। ইউক্রেনে সামরিক অভিযানের মধ্য দিয়ে মস্কো ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বাইডেন। বলেন, ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয় নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাইডেন বলেন, পুতিন শুধু ইউক্রেন দখলই নয় তিনি ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয়ও মুছে দেওয়ার চেষ্টা করছেন। স্কুল, শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, জাদুঘর এগুলো ধ্বংসের মধ্য দিয়ে সংস্কৃতি মুছে দিতে চান পুতিন।

তবে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে সমঝোতা আলোচনা প্রক্রিয়ায় রাশিয়া এগোতে চাইলেও ইউক্রেন সে দরজা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৭ মে) অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে টেলিফান আলাপে এ কথা বলেন তিনি। এ সময় আজভ সাগর ও কৃষ্ণসাগরে নিরাপদ বেসামরিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা।

এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে সহযোগিতার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী করিম এ এ খান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার আহ্বান প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তবে করিম খান বলেন, রাশিয়া হেগভিত্তিক আদালতটির সদস্য না হলেও পুতিন চাইলে তাদের সহযোগিতা করতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে