বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা দুই শতাধিক

প্রকাশিত: মে ২৬, ২০২২; সময়: ১:১৪ অপরাহ্ণ |
বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা দুই শতাধিক

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা এখন ২১৯ জন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিস অ্যাজেন্সির প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বুধবার রাতে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) মহামারি সংক্রান্ত ওই প্রতিবেদনে বলেছে, যেসব দেশে মাঙ্কিপক্স সাধারণত দেখা যায় না, বিশেষ করে ইউরোপের সেসব দেশে অন্তত একজন করে সংক্রমণ শনাক্ত নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের বেশিরভাগই যুবক এবং তাদেরকে পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর সিএনএ’র।

যুক্তরাজ্যে মাঙ্কিপক্স খুব একটা দেখা যায় না। মে মাসের শুরুর দিকে দেশটিতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। এরপরই ইউরোপের দেশ স্পেনের অবস্থান।

দেশটিতে ৫১ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আর পর্তুগালে ৩৭ জনের দেহে শনাক্ত হয়েছে। ইউরোপের বাইরে কানাডায় ১৫ এবং যুক্তরাষ্ট্রে ৯ জনের দেহে ভাইরাসজনিত এই রোগটি শনাক্ত হয়েছে।

চলতি মে মাসের ২০ তারিখে ইউরোপে মাঙ্কিপক্স শনাক্তের তথ্য সংরক্ষণ শুরু হয়। ওইদিন ইউরোপে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন। ইইউ অ্যাজেন্সির প্রতিবেদন অনুসারে, গতকাল বুধবার পর্যন্ত এই ব্লকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৫ গুণ।

ইসিডিসি চলতি সপ্তাহের শুরুতে বলেছিল, এটিতে সংক্রমণের ঝুঁকি ‘অত্যন্ত কম’। তবে সতর্ক করে দিয়েছিলো যে যাদের একাধিক যৌনসঙ্গী (বিপরীত বা সমলিঙ্গ-উভয়ে সঙ্গে যৌন সম্পর্ক) রয়েছে তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

ক্লিনিক্যাল উপস্থাপনায় এটিকে হালকা বলে বর্ণনা করে বলা হয়েছে, এতে এখনো কারো মৃত্যু হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে