অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

প্রকাশিত: মে ২২, ২০২২; সময়: ১২:২১ অপরাহ্ণ |
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে জয় পেয়েছে লেবার পার্টি। দলটির নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে হারিয়ে দিয়েছেন। এর ফলে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে লিবারেল ন্যাশনাল কোয়ালিশনকে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার রাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লেবার নেতা অ্যান্থনি আলবানিজ হচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী।

তবে লেবার পার্টিই সংখ্যাগরিষ্ঠ হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পরাজয়ের পর মরিসন বলেন, আজ রাতে আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানান তিনি।

৮ বছর ৯ মাস ক্ষমতায় ছিল মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে