কুকুরকে সঙ্গে নিয়ে বানরের খাবার চুরি

প্রকাশিত: মে ২১, ২০২২; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
কুকুরকে সঙ্গে নিয়ে বানরের খাবার চুরি

পদ্মাটাইমস ডেস্ক : দু’টি ভিন্ন প্রাণী হওয়া স্বত্তেও একটি কুকুর আর একটি বানরের মধ্যে একদম গলায়–গলায় ভাব । প্রাণী দু’টির বন্ধুত্ব এতটাই গভীর যে তারা খাবার চুরিও করেছে একসঙ্গে।

বানর-কুকুরের যৌথ চুরির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ সাড়া ফেলেছে ভিডিওটি।

সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল শুক্রবার মজার এ ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, সে সম্পর্কে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ভিডিওটি প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। তবে সম্প্রতি এটি নতুন করে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পথের ধারে ফুটপাতের ওপর একটি দোকান। সেখানে সাজানো রয়েছে বিস্কুট, চিপসের প্যাকেট। ফুটপাতের ওপর দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর আর একটি বানর।

আশপাশে তাকিয়ে হঠাৎ বানরটি কুকুরের পিঠে উঠে যায়। এরপর চিপসের প্যাকেট ধরে টান দেয়। প্রথমবারের চেষ্টায় সফল হয়নি বানরটি। কুকুরের পিঠ থেকে ফুটপাতে পড়ে যায় সে। এরপর আবার কুকুরের পিঠে উঠে একই কাজ করে বানরটি।

বানর-কুকুরের এমন বন্ধুত্ব আর চুরির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘কে বলে বানর আর কুকুর ভালো বন্ধু হতে পারে না।’ ভিডিওটি বেশ সাড়া ফেলে দিয়েছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। লাইক দিয়েছেন আড়াই হাজারের বেশি ব্যবহারকারী। ইনস্টাগ্রামে একজন মজা করে লিখেছেন, ‘এই ভিডিও দেখে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দল বেঁধে কাজ করা (টিমওয়ার্ক) যথাযথ উদাহরণ।’

বানর ও কুকুরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বিরল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বানর-কুকুরের বন্ধুত্ব নিয়ে কিছু ভিডিও রয়েছে।

দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে একটি কুকুরকে বানরের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে