ইয়েমেনে সৌদি হামলায় নিহত বেড়ে শতাধিক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ১০:০৪ পূর্বাহ্ণ |
ইয়েমেনে সৌদি হামলায় নিহত বেড়ে শতাধিক

পদ্মাটাইমস ডেস্ক : ইয়েমেনের সাদা প্রদেশে একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আহত হয়েছেন কয়েকশো মানুষ। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে হুতিবিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অস্থায়ী কারাগারে বিমান হামলা চালায় সৌদি জোট। মাটির সঙ্গে মিশে যায় পুরো কারাগার।

ধ্বংসযজ্ঞের পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। ভেতর থেকে বের হতে থাকে একের পর এক মরদেহ। কারাগারটিতে ইয়েমেনিদের পাশাপাশি বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও বন্দি রাখা ছিল।

নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনও ভেতরে অনেকেই আটকা পড়ে আছে বলে জানা গেছে।

এর আগে, হোদেইদা বন্দরের দক্ষিণ দিকে একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি জোট। এতে প্রাণ হানায় তিন শিশু। এরপর থেকেই ইয়েমেনজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ।

এদিকে, নিরীহ মানুষের ওপর একের পর এক বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইয়েমেনের জাতীয় পতাকা হাতে সৌদি সামরিক জোটের আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা।

সাধারণ মানুষের পাশাপাশি হুতি বিদ্রোহীরাও অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে