প্রতিবেশীদের উত্ত্যক্ত করবে না চীন

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২; সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ |
প্রতিবেশীদের উত্ত্যক্ত করবে না চীন

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিপিন্সসহ প্রতিবেশী ছোট্ট দেশগুলোকে উত্ত্যক্ত করতে নিজের শক্তিমত্তা ব্যবহার করবে না চীন। সোমবার (১৭ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ সময়ে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিতর্ক শান্তিপূর্ণভাবে নিরসনের ওপর জোর দিয়েছেন তিনি।

চীন সরকারের এই শীর্ষ কূটনীতিক বলেন, কেবল এক পক্ষের দাবির ওপর জোর দেওয়া ও কারও নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেওয়া প্রতিবেশীদের সঙ্গে সঠিক আচরণ হতে পারে।

কীভাবে লোকজন পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তা নির্ধারণে এই উত্ত্যক্তের সংস্কৃতি প্রাচ্য দর্শনের বিপরীতে অবস্থান করছে।ম্যানিলায় চীনা দূতাবাসের একটি ভার্চ্যুয়াল সম্মেলনে অংশ নিয়ে ওয়াং ই এমন মন্তব্য করেছেন।

দুই মাসেরও কম সময় আগে দক্ষিণ চীন সাগরে একটি সামরিক সরবরাহ জাহাজ আটকে দেওয়া নিয়ে চীনের নিন্দায় সরব হয়েছিল ফিলিপিন্স।

যুক্তরাষ্ট্রও হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ফিলিপিন্সের জাহাজের ওপর কোনো হামলা হলে তারা পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

দক্ষিণ চীন সাগরে চীনের একচ্ছত্র মালিকানা দাবি নিয়ে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান এবং ভিয়েতনামের সঙ্গে বিরোধ রয়েছে। ওই অঞ্চলের বিভিন্ন দ্বীপে নিজেদের স্বার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দাবি করে আসছে এই দেশগুলোও।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীন ওই অঞ্চলে আগ্রাসন চালাচ্ছে এবং শত শত কোস্ট গার্ড মোতায়েন করে প্রতিবেশদের উসকানি দিচ্ছে। তবে চীন বলে আসছে, তাদের দাবি ন্যায়সঙ্গত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে