রাডার ছাড়াই চলছে জিম্বাবুয়ের বিমানবন্দর

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১; সময়: ১:১১ অপরাহ্ণ |
রাডার ছাড়াই চলছে জিম্বাবুয়ের বিমানবন্দর

পদ্মাটাইমস ডেস্ক : জিম্বাবুয়ের প্রধান বিমানবন্দর রবার্ট মুগাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো রাডার সিস্টেম ছাড়াই বিমান অবতরণ করছে।

শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে দেশটির একজন আইনপ্রণেতাকে এ কথা বলতে শোনা গেছে।

সংসদের একটি অধিবেশনে অস্কার গোরেরিনো নামের ওই আইনপ্রণেতা ও সংসদের বাজেট কমিটির প্রধান বলেন, পূর্ণাঙ্গ একটি রাডার সিস্টেম ছাড়া এভাবে আমারা চালাতে পারি না। এটা খুবই বিপজ্জনক।

চীনের হার্বার ইক্যুইপমেন্ট কোম্পানির সঙ্গে রাডার সংক্রা্ন্ত বিষয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা শুরু করেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের সংসদের এই বাজেট কমিটি জানতে পেরেছে রাডার সিস্টেমসহ বিমানবন্দরের উন্নয়নে দ্য এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না জিম্বাবুয়েকে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি ঋণ দিয়েছে।

কিন্তু জিম্বাবুয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে রয়েছে মাত্র ১৫ লাখ মার্কিন ডলার।
আর কমিটি বলছে নতুন রাডার কিনতে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে।

এ সংক্রান্ত যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে ঋণের বাকি টাকা কোথায় গেল বা কবে থেকে রাডার সিস্টেম ভেঙে পড়ল সেটা নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি।

গোরেরিনো বলেন, অকার্যকর একটি রাডার সিস্টেম একটা জাতির জন্য খুবই বিপজ্জনক। এটার জন্য কিছু একটা করতে এত সময় কেন লাগছে?

গত দুই দশক ধরে জিম্বাবুয়ের অর্থনীতি নানা সমস্যায় জর্জরিত হয়ে ধুকছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে