চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১; সময়: ১:০১ অপরাহ্ণ |
চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

পদ্মাটাইমস ডেস্ক : চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, তাইওয়ানকে সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিং-তাইপের চলমান উত্তেজনার মধ্যে নিজের এই অবস্থান জানালেন বাইডেন। খবর ডয়চে ভেলের।

সিএনএন টাউন হলে এক প্রশ্নের জবাবে জো বাইডেন এসব কথা বলেন। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্রের ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সাথেও প্রতিশ্রুতি রয়েছে।

গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে আসছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে