পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলা, নিহত ৪

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ১১:৩০ পূর্বাহ্ণ |
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলা, নিহত ৪

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলায় চারজন নিহত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলার বাজুর নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

কয়েক বছর আগে পর্যন্ত এলাকাটি পাকিস্তানি তালেবানদের ঘাঁটি হিসেবে কাজ করছিল। তখন সেনাবাহিনী বলেছিল, এটি যোদ্ধাদের অঞ্চল সাফ করেছে। কিন্তু সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল সামাদ খান বলেন, বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও দুই সেনা নিহত হয়েছেন। তিনি বলেন, দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সেনারা ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে। এ হামলার দায় এখনো দায় স্বীকার করে নেই। কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তদন্ত চলছে।

পাকিস্তান ও আফগানিস্তানের দুই হাজার ৪০০ কিলোমিটার সীমান্তরেখা রয়েছে। দুই দেশের সীমানা ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। ব্রিটিশ শাসনামল থেকে এই সীমানা বহাল আছে। কিন্তু কাবুল কখনো এই সীমানা স্বীকৃতি দেয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে