এবার কারা ক্ষমতায় আসছে জার্মানিতে?

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
এবার কারা ক্ষমতায় আসছে জার্মানিতে?

পদ্মাটাইমস ডেস্ক : জার্মানির নির্বাচনে সামান্য ব্যবধানে এগিয়ে মধ্যম বামপন্থি দল, এসপিডি। অন্যদিকে পূর্ণাঙ্গ ফল প্রকাশ না হলেও অ্যাঙ্গেলা মার্কেলের দল সিডিইউ করছে জয়ের দাবি।

প্রাথমিক ফলাফল অনুসারে, ২৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে এসপিডি। অন্যদিকে, ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি, সিডিইউর ভাগ্যে জুটেছে ২৪ দশমিক এক ভাগ জনসমর্থন। এছাড়া ভোটে ভাগ বসানো গ্রিন পার্টির দখলে গেছে ১৪ শতাংশের বেশি সমর্থন। অভিবাসনবিরোধী অন্যান্য দলগুলো নিশ্চিত করেছে ২২ ভাগের বেশি ভোট।

এর আগে, ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে ছিল প্রধান দুদলের হাড্ডাহাড্ডি লড়াইর আভাস। তবে দীর্ঘ ১৬ বছর পর কে হচ্ছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরী, সেটা এখনই নির্ধারিত হবে না। পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা বাছাই করবেন চ্যান্সেলর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে