‘আফগানিস্তানকে স্বীকৃতি নয়’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১; সময়: ১০:১২ পূর্বাহ্ণ |
‘আফগানিস্তানকে স্বীকৃতি নয়’

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও। তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির কয়েক বিলিয়ন ডলার অর্থ আফগান জনগণের ফেরত পাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এদিকে আফগানিস্তানে নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ জানিয়েছে তালেবান। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থমকে যায় দেশটি। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট চলাচল।

দেশটিতে ফের সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ করেছে তালেবান। রোববার তালেবান সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ করা হয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট সেবা চালু না হওয়ায় বিদেশে অবস্থানরত আফগান নাগরিক আর দেশে অবস্থানরত সাধারণ মানুষ ও ছাত্ররা সমস্যায় পড়েছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর ক্ষেত্রে কাবুল বিমানবন্দরের সব সমস্যার সমাধান করা হয়েছে। এখন আফগান সরকার বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।

এদিকে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান তালেবান মন্ত্রীদের মধ্যে ১৭ জন সন্ত্রাসী রয়েছে। আর নারী ও মেয়ে শিশুদের মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এ কারণে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইতালির পক্ষে অসম্ভব।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির কয়েক বিলিয়ন ডলার অর্থ আফগান জনগণের ফেরত পাওয়া উচিত বলেও মনে করে ইতালি।

এদিকে আফগানিস্তানের নাপিতদের কারও দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। দেশটির হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তালেবানের ধর্মীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এই নিষেধাজ্ঞা না মানলে তাকে শাস্তি পেতে হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে