বন্য প্রাণীর আক্রমণে দিশেহারা ইতালির জনগণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১; সময়: ২:২৪ অপরাহ্ণ |
বন্য প্রাণীর আক্রমণে দিশেহারা ইতালির জনগণ

পদ্মাটাইমস ডেস্ক : ইতালিতে এক বছরে বন্য প্রাণীর আক্রমণে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২১৫ জন। প্রত্যন্ত অঞ্চলসহ রাজধানী রোমেও আশংকাজনক হারে বেড়েছে বন্য প্রাণীর আক্রমণ। যা ভাবিয়ে তুলেছে সবাইকে।আগে গ্রাম, পাহাড়ি এলাকা বা বনাঞ্চলে বন্যপ্রাণির আক্রমণ ঘটলেও সম্প্রতি ইতালির বিভিন্ন শহরের প্রধান রাস্তায় বন্যপ্রাণির আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এমনকি রাজধানী রোমের রাস্তায়ও প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। দিনে দুপুরে রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড়ে কুকুর ও শিয়ালের আক্রমণও দেখা গেছে। বিভিন্ন পার্ক, খেলার মাঠ, সমাধিস্থল ও সকালে প্রাত ভ্রমণের সময়ও অনেকে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। আসন্ন রোম সিটি কর্পোরেশন নির্বাচনেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িছে বণ্যপ্রানীর আক্রমণ।

বিরোধী দলীয় প্রার্থীরা বিষয়টি বর্তমান মেয়রের ব্যর্থতা বলে প্রচারনা চালাচ্ছেন। তবে রোম সিটি কর্পোরেশনের মেয়র বিষয়টি আগামীতে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

ইতালিতে বন্যপ্রাণী শিকার, হত্যা, বিক্রয় ও বন্দি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণির সংখ্যা বাড়া ও খাদ্যাভাবের কারণে এসব প্রাণি লোকালয়ে এসে মানুষকে আক্রমণ করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে