কাবুলে ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত: যুক্তরাষ্ট্রের দায় স্বীকার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
কাবুলে ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত: যুক্তরাষ্ট্রের দায় স্বীকার

পদ্মাটাইমস ডেস্ক : কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগের দিন চালানো ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগের দিন চালানো ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে উঠে এসেছে, ২৯ আগস্টের ওই ড্রোন হামলায় ত্রাণ কর্মী জামাইরি আকমাদি ও তার পরিবারের ৯ সদস্য নিহত হন। এদের মধ্যে ৭ জনই শিশু। সবচেয়ে ছোট শিশু সুমাইয়ার বয়স ছিল মাত্র ২ বছর।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, ড্রোন হামলা চালানোর ৮ ঘণ্টা আগে মার্কিন গোয়েন্দারা ওই ত্রাণ কর্মীর গাড়িটিকে শনাক্ত করেন। তারা ভেবেছিলেন, গাড়িটি জঙ্গিগোষ্ঠী আইএস’র স্থানীয় গ্রুপ আইএস–কে’র কোনো আত্মঘাতী হামলাকারীর।

তদন্তে দেখা গেছে, জামাইরি আকমাদির গাড়িটি আইএস–কে’র সঙ্গে সংশ্লিষ্ট একটি কম্পাউন্ডের কাছে দেখা গিয়েছিল। কাবুল বিমানবন্দরে আইএস–কে’র হামলার পরিকল্পনা বিষয়ে অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির ওপর ড্রোন হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ওই পর্যবেক্ষণ ড্রোন ধারণা করে যে, জামাইরি গাড়ির পেছনের অংশে বিস্ফোরকের মতো দেখতে কিছু একটা তুলছেন। কিন্তু সেগুলো আসলে ছিল পানির কন্টেইনার।

ওই ড্রোন হামলাকে ‘মর্মান্তিক ভুল’ বলে মন্তব্য করেছেন জেনারেল ম্যাকেঞ্জি। তিনি বলেন, তালেবানের কাছ থেকে কোনো গোয়েন্দা তথ্য না নিয়েই ওই হামলা চালানো হয়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে