আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করল তালেবান

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১; সময়: ৩:৫৪ অপরাহ্ণ |
আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করল তালেবান

পদ্মাটাইমস ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলার দায় স্বীকার করেছে তালেবান।

বুধবার তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, কেবল প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদিকেই নয়, আগামীতে আরও অনেকের বাড়িতেই এ ধরনের হামলা হবে।খবর স্পুটনিকের।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মঙ্গলবার রাতে ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক টুইট বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না।এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে