মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন মিন অং লাইং

প্রকাশিত: আগস্ট ১, ২০২১; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন মিন অং লাইং

পদ্মাটাইমস ডেস্ক : দেশটির রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের এক বিবৃতিতে মিন অং লাইংকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তাপ্রধান মিন অং লাইংকে।

রোববা (১ আগস্ট) স্টেট দেশটির রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের এক বিবৃতিতে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর লাইং ঘোষণা দেন, ২০২৩ সালের মধ্যে দেশটিতে তিনি বহুদলীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন।

এবছর ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর ১ বছরের মধ্যে নির্বাচন দেয়ার ঘোষণা দিলেও রোববার তিনি জানালেন, নির্বাচন হবে আরও দুই বছর পর।

উল্লেখ্য, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাগ্রহণের পর তিনি অং সান সু চিসহ তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করেন। ক্রমে জরুরি অবস্থা জারি করেন এবং সেনাসরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড় করেন। অন্তত ৬ হাজারেরও বেশি মানুষকে ধরপাকরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ৯৩৯ জনকে হত্যা করেছে জান্তা সরকার।

অন্যদিকে, মিয়ানমারের এই জান্তা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা বলছে, সামরিক অভুত্থানবিরোধীদের গ্রেফতার, নির্যাতন ও হত্যা করছে তার সরকার।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে