মুম্বাইয়ে প্রবল বর্ষণে মৃত্যু ১৫

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১; সময়: ১১:১০ পূর্বাহ্ণ |
মুম্বাইয়ে প্রবল বর্ষণে মৃত্যু ১৫

পদ্মাটাইমস ডেস্ক : প্রবল বর্ষণের জেরে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলিতে শনিবার (১৭ জুলাই) রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। জলাবদ্ধতা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শহরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। বাড়ির বাইরে কাউকে বের হতে না করেছে প্রশাসন। রোববার বিক্রোলিতে একটি আবাসিক ভবনধসে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও অনেকে পানিবন্দি রয়েছে।

রাত ৮টা থেকে ২ট পর্যন্ত মুম্বাই শহরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৫৬ দশমিক ৯৪ মিমি। এর ফলে চুনাভাট্টি, সায়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোডের নিচু এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে সেখানে রেলের পরিষেবাও বন্ধ হয়ে যায়। এর আগে ২০১৯ সালের ২ জুলাইয়ে মুম্বাইয়ে বৃষ্টিপাত রেকর্ড করেছিল ৩৭৫ দশমিক ২ মিমি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে