গ্রেট ব্যারিয়ার রিফ ‘বিপদাপন্ন’: ইউনেস্কো

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ |
গ্রেট ব্যারিয়ার রিফ ‘বিপদাপন্ন’: ইউনেস্কো

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) গ্রেট ব্যারিয়ার রিফকে ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান দেওয়া উচিত বলে মনে করে ইউনেস্কো। জলবায়ু পরিবর্তের কারণে ঐতিহ্যবাহী স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলছে— বিশ্বের বৃহত্তম এ কোরাল রিফকে সামনের মাসে অনুষ্ঠেয় বৈঠকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

অস্ট্রেলিয়াকে এ সংস্থা বৈশ্বিক উষ্ণতা বিষয়ে ‘দ্রুত ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে ইউনেস্কোর এ মন্তব্যের ‘তীব্র বিরোধিতা’ করেছে অস্ট্রেলিয়ার সরকার।

জাতিসংঘের সংস্থাটির মন্তব্য অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে এ প্রবাল প্রাচীরের অবস্থান নিয়ে চলমান বিবাদের অংশ। এ গ্রেট ব্যারিয়ার রিফ ১৯৮১ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে তালিকাভুক্ত হয়। ২০১৭ সাল থেকে ইউনেস্কো এ প্রবাল প্রাচীরকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্তির কথা বলে আসছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়ায় এ প্রবাল প্রাচীর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদি ইউনেস্কোর সুপারিশ মেনে নেওয়া হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রথম কোনো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে