ডেলটা ভেরিয়েন্টের প্রভাবে রেকর্ড সংক্রমণ যুক্তরাজ্যে

প্রকাশিত: জুন ১৮, ২০২১; সময়: ২:০৪ অপরাহ্ণ |
ডেলটা ভেরিয়েন্টের প্রভাবে রেকর্ড সংক্রমণ যুক্তরাজ্যে

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের প্রকোপ বাড়ছে।  বৃহস্পতিবার দেশটিতে ১১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ফেব্রুয়ারির পরে এই প্রথম দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়াল।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংক্রমণ বাড়লেও দেশটিতে মৃত্যুর হার তুলনামূলক কম। বৃহস্পতিবার মারা গেছেন ১৯ জন। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, গত ৩০ মে যুক্তরাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ২৪০ জনের। ১৮ দিনের ব্যবধানে এই দৈনিক সংক্রমণ তিন গুণের বেশি বেড়েছে। এ ছাড়া দেশটিতে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি।

বর্তমানে ব্রিটিশ সরকারের আশঙ্কা, করোনার সংক্রমণ বৃদ্ধির পর মৃত্যুর হার আবারও বাড়তে পারে। এ ছাড়া দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, ইংল্যান্ডে অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বাড়ছে। যাঁরা টিকা নেননি তাঁদের মধ্যে সংক্রমণ বেশি ছড়াচ্ছে। ব্রিটিশ সরকারের এই নথি থেকে জানা গেছে, প্রতি ১১ দিনে করোনাভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে