সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৬

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ১০:২২ পূর্বাহ্ণ |
সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৬

পদ্মাটাইমস ডেস্ক : তুর্কি সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি হাসপাতালে একের পর এক মর্টারশেল হামলা চালায় কুর্দি বিদ্রোহীরা। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আফরিনের একটি হাসপাতালে হামলা চালিয়েছে কুর্দি সশস্ত্রগোষ্ঠী পি.কে.কে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১২ জুন) সন্ধ্যায় তুর্কি সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি হাসপাতালে একের পর এক মর্টারশেল হামলা চালায় কুর্দি বিদ্রোহীরা। হামলায় হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১৮ সালে তুর্কি সেনাদের কুর্দিবিরোধী অভিযানের পর থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ করে আসছে তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে