ইরাকে মাটি খুঁড়তেই বেরিয়ে এল আইএসের বিপুল অর্থ-সম্পদ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
ইরাকে মাটি খুঁড়তেই বেরিয়ে এল আইএসের বিপুল অর্থ-সম্পদ

পদ্মাটাইমস ডেস্ক : ইরাকের মসুলে আইএসের গোপন আস্তানা থেকে উদ্ধার করা ১৬ লাখ ডলার ও বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপার মুদ্রা ক্ষতিপূরণ হিসেবে জব্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

মসুলের একটি আদালত গত শুক্রবার এ আদেশ দেন।খবর আনাদোলুর।

দীর্ঘদিন জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা ইরাকের প্রাচীন শহর মসুলে ধ্বংসস্তুপের তিন মিটার নিচে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকানো ছিল এসব অর্থ ও সোনা-রূপার মুদ্রা।

নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে এসব অর্থ-সম্পদ উদ্ধার করে পুলিশকে দিলে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।এর পরিপ্রেক্ষিতেই আদালত এগুলোকে ক্ষতিপূরণ হিসেবে জব্ধ করার আদেশ দেন।

২০১৪ সালে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশের পুরো অংশ এবং ডিয়ালা ও কিরকুক প্রদেশের কিছু অংশ দখল করে নেয় আইএস।

২০১৭ সালে মার্কিন নের্তৃত্বধীন সামরিক জোট ইরাকে আইএসকে পরাস্ত করলে ওইসব এলাকা আবারও ইরাকিবাহিনীর কব্জায় চলে আসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে