যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১; সময়: ৩:৫০ অপরাহ্ণ |
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডেক্স স্থাপনায় হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। এনবিসি নিউজ ও বিবিসি এমন খবর দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির এ ঘটনা কাছাকাছি বিমানবন্দরের ওপর কোনো প্রভাব ফেলেনি।

ইন্ডিয়ানাপোলিস পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা জেনেছি একাধিক ব্যক্তি আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে নিজে নিজেই হাসপাতালে গেছেন। কেন এ হামলা, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।

এক বিবৃতিতে ফেডেক্স জানিয়েছে, তারা গুলির ঘটনা সম্পর্কে অবগত। কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, নিরাপত্তাই আমাদের শীর্ষ অগ্রাধিকার।

ফেডেক্সের এক কর্মী জেরেমি মিলার বন্দুকধারীকে গুলি চালাতে দেখার কথা জানিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, আমি একজনকে সাব-মেশিনগান বা এ জাতীয় স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালাতে দেখি। তাৎক্ষণিকভাবে আমি মাথা নিচু করে ফেলি। সেসময় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে