ভারতে প্রতিদিন ভাঙছে শনাক্তের রেকর্ড: আজ ২ লাখ ১৭ হাজার ৩৫৩, মৃত্যু ১১৮৫

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১; সময়: ১২:১৭ অপরাহ্ণ |
ভারতে প্রতিদিন ভাঙছে শনাক্তের রেকর্ড: আজ ২ লাখ ১৭ হাজার ৩৫৩, মৃত্যু ১১৮৫

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ১৮৫ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩০৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ১৮ হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৮৬৬ জন। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬১ হাজার ৬৯৫ জন।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। ভারতে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ লাখ ৭৩ হাজার ২১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৬২৫টি নমুনা।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৬২৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৯০ লাখ ৬২ হাজার ৪৯৮ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে