অস্ট্রেলিয়ায় করোনার টিকা প্রয়োগ শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
অস্ট্রেলিয়ায় করোনার টিকা প্রয়োগ শুরু

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রেলিয়ায় করোনা টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার টিকা বিরোধী প্রচারণার মাঝেই এ কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এ সপ্তাহে ৬০ হাজার ডোজ টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী, হোটেল কোয়ারেন্টাইনের কর্মী, পুলিশ প্রমুখ সামনের সারির কর্মীরা টিকা পাবেন। এছাড়া বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদেরও প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে।

এদিকে দেশবাসীকে টিকার বিষয়ে আশ্বস্ত করতে রোববার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন টিকা গ্রহণ করেন।

প্রসঙ্গত, টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ হয়েছে। টিকা বিরোধী বিক্ষোভের পরেও এক জরিপে দেখা গেছে, ৮০ ভাগ অস্ট্রেলীয় টিকা নিতে আগ্রহী।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে