‘ইরানে হামলার পরিকল্পনাগুলো সতেজ হচ্ছে’

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
‘ইরানে হামলার পরিকল্পনাগুলো সতেজ হচ্ছে’

পদ্মাটাইমস ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলার পরিকল্পনাগুলো সতেজ হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের লেফটেন্যান্ট জেনারেল আমির কাহাভি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ইসরাইলের সামরিক চিফ অফ স্টাফের এমন মন্তব্য বিরল এবং ইরানের সাথে সম্পর্কের বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। ইসরাইলি সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনাগুলো সতেজ করছে উল্লেখ করে একজন শীর্ষ জেনারেল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৫ সালে তেহরানের সাথে করা পরমাণু চুক্তিতে যদি প্রত্যাবর্তনের কোন ধরনের চেষ্টা করে, তবে তা হবে বড় ‘ভুল’।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি পরিত্যাগ করেছিলেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। ইরানের পারমাণবিক অস্ত্র বিকাশের সম্ভাবনার বিষয়ে বারবার সতর্কও করে আসছেন নেতানিয়াহু।

এদিকে গেল সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে আবারও যোগ দেয়া হবে কিনা তা স্থির করতে অনেকদিন ধরেই চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তেহরান ঐতিহাসিক এই চুক্তি মেনে চলতে কী কী করেছেন তাও খতিয়ে দেখা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে