সুদানে আরব-আফ্রিকান সংঘর্ষে নিহত ৩২

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ৪:০৯ অপরাহ্ণ |
সুদানে আরব-আফ্রিকান সংঘর্ষে নিহত ৩২

পদ্মাটাইমস ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে আরব এবং আফিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রদেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ২০০০ সাল থেকে অঞ্চলটিতে দ্বন্দ্ব-সংর্ঘাত চলছে। খবর আরব নিউজের।

গত শুক্রবার থেকে এখানে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। দুই সপ্তাহ আগে এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়।

ডারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক সালাহ সালেহ সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ অনেকেই হাসপাতালে আসতে পারেছেন না।

আন্তর্জাতিক ত্রান সংস্থার কর্মী আল-সাফি আব্দুল্লাহ জানান, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। ক্রিনডিং আন্তর্জাতিক শরণার্থী শিবিরে এক আরব শরণার্থীকে স্থানীয় একটি বাজারে ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার জের ধরে শনিবার স্থানীয়দের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ হয়।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে