ভারতে আরও ১৮১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ১৫১৪৪

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
ভারতে আরও ১৮১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ১৫১৪৪

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৯৮৫ হলো।

এই সময়ে মারা গেছেন ১৮১ জন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ২৭৪ জনর মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৭০ জন সুস্থসহ মোট ১ কোটি ১ লাখ ৯৬ হাজার রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া কোভিড রোগীর মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৫২ জন, কেরালায় ২৭, পশ্চিমবঙ্গে ১৫ ও উত্তরপ্রদেশে ১২ জন।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৩৮৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে ১২ হাজার ২৫৭ জনের প্রাণহানি হয়েছে।

কর্নাটকে করোনায় মারা গেছেন ১২ হাজার ১৬২ জন, দিল্লিতে ১০ হাজার ৭৩৮ ‍ও পশ্চিমবঙ্গে ১০ হাজার ৪১ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে