ইউরোপে আরো ৬ হাজার মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ১২:২২ অপরাহ্ণ |
ইউরোপে আরো ৬ হাজার মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল কমছেই না। গত একদিনে দেশগুলোতে আক্রান্ত হয়েছেন আড়াই লাখ মানুষ, মারা গেছেন প্রায় ৬ হাজার জন।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যানের তথ্যমতে, ইউরোপে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৯ জন। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭২১ জনের। এ নিয়ে মৃত্যুর মিছিল বেড়ে ৬ লাখ ১৮ হাজার ৯৪৯ জনে ঠেকেছে। যদিও সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার রোগী।

ইউরোপীয় অঞ্চলের প্রায় সবগুলো দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এর মধ্যে সবচেয়ে তাণ্ডব চালিয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোলান্ড, ইউক্রেন, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো দেশগুলোতে।

এর মধ্যে চরম সংকটে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ লাখ ২০ হাজার ৫৩১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। নতুন করে প্রাণহানি ঘটেছে ৫৫৫ জনের। ফলে মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪৯৫ জনে ঠেকেছে। সুস্থতা বাড়লেও তা সংক্রমণের তুলনায় কম। করোনা রুখতে নিজ দেশের টিকা প্রয়োগ শুরু করেছে দেশটি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে যুকরাষ্ট্রের পরই শোচনীয় অবস্থায় এ অঞ্চলের আরেক দেশ ব্রিটেন। কঠোর লকডাউন জারি রয়েছে দেশটিতে। এখন পর্যন্ত সেখানে করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখ ১৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে মারা গেছেন ৮৭ হাজার ২৯৫ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে