ভারতে বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকাদান কর্মসূচি শুরু

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ১০:২৯ পূর্বাহ্ণ |
ভারতে বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকাদান কর্মসূচি শুরু

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে আজ শনিবার শুরু হচ্ছে সবচেয়ে বৃহৎ টিকাদান কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

টিকাদান কর্মসূচির প্রথম দিনে শনিবার দেশটির ৩ লাখ মানুষ পাচ্ছেন করোনার টিকা। খবর দ্যা হিন্দুর।

ভারতের সব রাজ্যে শুরু হচ্ছে এ টিকাদান। এ লক্ষ্যে শনিবার দেশটির ৩ হাজার ৬টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি হয়।

এ তথ্য ২৪ ঘণ্টা তথ্য সেবা দিতে কল সেন্টার খোলা হয়েছে। ১০৭৫ নম্বরে কল করলেই করোনার টিকার বিষয়ে তথ্য জানতে পারবে যে কেউ।

ভারতীয় দুই প্রতিষ্ঠানের তৈরি করোনার টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিন দিয়ে শুরু হচ্ছে এ টিকাদান কর্মসূচি।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে