দিল্লিতে মুরগির রোস্ট বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
দিল্লিতে মুরগির রোস্ট বিক্রিতে নিষেধাজ্ঞা

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে করোনা মহামারির মধ্যেই ভয়াবহ হারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী বার্ড ফ্লু। এই আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ফ্লুর সংক্রমণ ঠেকাতে দিল্লির রেস্তোঁরাগুলোকে মুরগির রোস্ট বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে নর্থ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন -এর পাবলিক হেলথ ইন্সপেক্টর।

বুধবার উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকের পর এনডিএমসি মেয়র জয় প্রকাশ জানান, জীবন্ত পশুবিক্রির বাজারে তারা নজরদারি বসাবেন।

তিনি বলেন, ‘আমরা নজরদারি কমিটি তৈরি করব। দিল্লির ছয়টি জোনে জীবন্ত পশুর বাজারে নজর রাখবে এই কমিটি।’

মেয়র আরো বলেন, ‘আমরা ওয়ার্ডে ওয়ার্ডে জন স্বাস্থ্য কর্মকর্তাদের বিভিন্ন রেস্তোঁরা ঘুরে দেখতে নির্দেশ দিয়েছি। যতদিন না বার্ড ফ্লু শেষ হচ্ছে তারা সেখান গিয়ে রোস্টেড চিকেন বিক্রি করতে নিষেধ করবেন।’

এই মুহূর্তে দেশের দশটি রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পোলট্রি ফার্ম, চিড়িয়াখানা, বড় জলাভূমিতে প্রতিমুহূর্তে কড়া নজরদারি রাখতে বলেছেন। এই রোগকে আটকাতে এই নির্দেশ দিয়েছেন।

বার্ড ফ্লু কেস এরইমধ্যে পাওয়া গেছে কেরালা, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে