ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক-টুইটার-অ্যামাজন

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক-টুইটার-অ্যামাজন

পদ্মাটাইমস ডেস্ক : গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় বসেছে জনপ্রিয় তিন টেক জায়ান্ট অ্যামাজন, টুইটার এবং ফেসবুক।

এনডিটিভি সূত্রে জানা গেছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে এমন নজিরবিহীন ঘটনার পর ওয়েবসাইটগুলো এমন পদক্ষেপ নিয়েছে।

এদিকে ক্যাপিটল ভবনে হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর টুইটার ট্রাম্পপন্থীদের অ্যাকাউন্ট সরাতে শুরু করেছে। সবশেষে ট্রাম্পের অ্যাকাউন্টটিও স্থায়ীভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

টুইটার বলেছে, ‘নাগরিক ঐক্য বজায় রাখা নিয়ে আমাদের যে নীতিমালা রয়েছে, ট্রাম্প তা বারবার ও ভীষণভাবে লঙ্ঘন করেছেন। তাই তার করা তিনটি টুইট আমরা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি।

এরই সাথে বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে