অবশেষে প্রকাশ্যে হার স্বীকার ট্রাম্পের

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১; সময়: ৪:০৯ অপরাহ্ণ |
অবশেষে প্রকাশ্যে হার স্বীকার ট্রাম্পের

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন নির্বাচনের ফল নিয়ে কম তালগোল পাকাননি পরাজিত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে তিনি পরাজয় মেনে নিলেন। এদিন ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির কংগ্রেস আনুষ্ঠানিক নির্দেশনা নিশ্চিত করার প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

‘নির্বাচনের ফলের সঙ্গে আমি যদিও পুরোদস্তুর দ্বিমত, তবু ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আদেশ মানা হবে,’ এক বিবৃতিতে বলেন ট্রাম্প। এর আগে নির্বাচনের পর টানা দুই মাস ধরে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি, শুধু বৈধ ভোটই যেন গণনা করা হয়, সেটি নিশ্চিত করার লড়াই আমরা চালিয়ে যাব। দেশের প্রেসিডেন্ট ইতিহাসের সবচেয়ে সেরা প্রথম দফাটির প্রতিনিধিত্ব শেষে এ হলো আমেরিকাকে আবারও গ্রেট করে তুলতে আমাদের লড়াইয়ের সূচনামাত্র।’

সূত্র: সিএনএন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে