বিশ্বে একদিনে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
বিশ্বে একদিনে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

আর করোনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে প্রায় ১৯ লাখ মানুষ। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রেকর্ড চার হাজার একশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়ালো তিন লাখ ৬৯ হাজার।

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ভাইরাস যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে পাওয়া গেছে। গত এপ্রিলের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ এক হাজার ৪১ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়াও ব্রাজিলে ১২ শতাধিক ও মেক্সিকোতে ১১ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে, জানুয়ারি থেকেই করোনার ভ্যাকসিন দেয়া শুরুর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার মডার্না ভ্যাকসিনের প্রথম চালান পাওয়ার কথা রয়েছে ইসরায়েলের।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে