যে কারণে করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২১; সময়: ৫:২৮ অপরাহ্ণ |
যে কারণে করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

পদ্মাটাইমস ডেস্ক : পরবর্তী কয়েক মাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত।

রোববার যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) সেরাম ইনস্টিটিউট প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, রোববার অক্সফোর্ডের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে ভারতের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি করা যাবে না।

তিনি বলেন, আমাদের কোম্পানি বাজারে টিকা বিক্রি করতে পারবে না। আমরা এই মুহূর্তে শুধু ভারত সরকারকেই টিকা সরবরাহ করতে পারব।

আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারত সরকারের চাহিদা অনুযায়ী প্রাথমিকভাবে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার পর হয়ত তারা টিকা রপ্তানি করতে পারবেন।

ধনী দেশগুলো এ বছরেই করোনার টিকা উৎপাদন ও সংরক্ষণ করতে যাচ্ছে। এক্ষেত্রে টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট উন্নয়নশীল দেশগুলোর জন্যেও এ টিকা তৈরি করবে। টিকা রপ্তানিতে ভারতের এ নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছাতে সম্ভবত কয়েক মাস অপেক্ষা করতে হবে।

টিকা সরবরাহের জন্য ভারত সরকারের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই সেরাম ইনস্টিটিউটের, তবে আগামী কয়েক দিনের মধ্যে তা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে