চীনে জন্ম নিল বিরল প্রজাতির ৪ সাদা সিংহ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ |
চীনে জন্ম নিল বিরল প্রজাতির ৪ সাদা সিংহ

পদ্মাটাইমস ডেস্ক : সম্প্রতি চীনের একটি জাতীয় উদ্যানে জন্ম হয়েছে বিরল প্রজাতির চারটি সাদা সিংহের। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) সেগুলোকে সবার সামনে আনা হচ্ছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ডেইলি মেইলের। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ নভেম্বর পূর্ব চীনের নানটং ফরেস্ট সাফারি পার্কে বিরল প্রজাতির এই সিংহগুলো জন্ম নেয়। এদের সবাই পুরুষ সিংহ বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সম্প্রতি তাদের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, এই চার সিংহশাবক আপন মনে খেলে বেড়াচ্ছে। একসঙ্গে নিজেদের খাবার খাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। একে অপরের সঙ্গে ব্যস্ত খুনসুটিতে। আর এদের দেখভালের দায়িত্ব পালন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাদের যত্ন পেয়ে বেজায় খুশি সিংহশাবকগুলো। ক্যামেরা দেখে কার্যত পোজও দিতে দেখা যায় তাদের। যা দেখে অনেকেই বলছে, তারা বুঝতে পেরেছে তাদের নিয়ে এখন ব্যস্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী জানান, ‘সিংহ হলেও দেখতে একদম ছোট্ট ছোট্ট সাদা পুতুলের মতো।’ গ্লোবাল হোয়াইট লায়ন প্রোটেকশন ট্রাস্ট বলছে যে, বর্তমানে বিশ্বে সর্বমোট ১৩টি সাদা সিংহ বেঁচে রয়েছে। মূলত দক্ষিণ আফ্রিকাতেই এই প্রজাতির শ্বাপদ দেখতে পাওয়া যায়। এর সাদা লোমের কারণেই এরা পৃথিবীতে বিরল। এই চারটি সিংহশাবকের জন্মের খবরে তাই স্বভাবতই খুশি গ্লোবাল হোয়াইট লায়ন প্রোটেকশন ট্রাস্ট।

এছাড়া ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, নভেম্বরে জন্ম হলেও এতদিন পর্যন্ত সিংহশাবকগুলোকে গোসল করানো হয়নি। বয়স অল্প কয়েকদিন হওয়ায় অপেক্ষা করেছে সাফারি পার্ক। সোমবার (২১ ডিসেম্বর) প্রথমবারের মতো গোসল করায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আগামী শনিবার তাদেরকে সবার সামনে আনা হবে। এজন্য ইতোমধ্যেই চিড়িয়াখানাটিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

  • 46
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে