করোনায় সুস্থ সাড়ে ৫ কোটি ছাড়াল

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০; সময়: ২:০২ অপরাহ্ণ |
করোনায় সুস্থ সাড়ে ৫ কোটি ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : মহামারি করোনা থেকে বিশ্বব্যাপী সেরে ওঠা মানুষের সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়াল। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫১ লাখ ২২ হাজারের বেশি।

এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার ২২৩ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৭ লাখ ২৩ হাজার ৭৮৩ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জন। মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯ লাখ ৪৫ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৩০৮ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৬ লাখ ৬২ হাজার ৬৯৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ২০ হাজার ২০ জন। মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৫৪ হাজার ৯৭২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫০১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৩২৯ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে