করোনার টিকা নিলেন বাইডেন

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
করোনার টিকা নিলেন বাইডেন

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন বাইডেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

৭৮ বছর বয়সী বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। তাঁর স্ত্রী জিল বাইডেন দিনের শুরুর দিকে টিকার প্রথম ডোজ নেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট এ তথ্য জানান। বাইডেন বলেন, এই টিকা গ্রহণ যে নিরাপদ, সেটা আমেরিকানদের দেখাতে তিনি তা তিনি নিচ্ছেন। টিকা নিয়ে চিন্তার কিছু নেই।

টিকা নেওয়ার পর বাইডেন টুইটও করেন। টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি কোভিড-১৯ টিকা নিয়েছি। এটা সম্ভব করার জন্য যেসব বিজ্ঞানী ও গবেষক অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ।’টিকার নিরাপত্তার বিষয়ে মার্কিন জনগণকে আশ্বস্ত করেন বাইডেন। তিনি বলেন, চিন্তার কিছু নেই। যখন টিকা পাওয়া যাবে, তখন তা মার্কিন জনগণকে নিতে আহ্বান জানান তিনি।

ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ বেশ কিছু রাজনৈতিক নেতা টিকা নিয়েছেন। নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে করোনায় সংক্রমিত হয়ে তিন দিন হাসপাতালে কাটান। তিনি কখন করোনার টিকা নেবেন, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। ১৩ ডিসেম্বর এক টুইটে ট্রাম্প বলেন, ‘টিকা কখন নেব, তা ঠিক করিনি।

তবে উপযুক্ত সময়ে তা নেব।’ যুক্তরাষ্ট্রে প্রথমে ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনের পর তা দেওয়া শুরু হয়। দেশটিতে দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকা অনুমোদনের পর তার ব্যবহার শুরু হয়েছে। বাইডেন তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

 

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে