বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ১৭ লাখ ছুঁইছুঁই

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০; সময়: ১২:০২ অপরাহ্ণ |
বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ১৭ লাখ ছুঁইছুঁই

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে আরও প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু বিশ্বজুড়ে করোনাভাইরাসে ১৭ লাখ ছুঁইছুঁই প্রাণহানি। একদিনে আরও ৮ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন, কোভিড নাইনটিনে। শনাক্ত হয়েছে পৌণে ৬ লাখ।

সবমিলিয়ে বিশ্বে ৭ কোটি ৭১ লাখের বেশি সংক্রমিত ব্যক্তি। দৈনিক হিসাবে ১৪শ’র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি সোয়া তিন লাখের কাছাকাছি। দেশটিতে মোট সংক্রমিত এক কোটি ৮২ লাখের বেশি।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৬২৭ জনের মৃত্যু দেখলো মেক্সিকো; দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ১৮ হাজারের কাছাকাছি। এছাড়া, রোববার রাশিয়া- ৫১১, ব্রাজিল-৪০৮ এবং ভারত, ব্রিটেন, জার্মানি ও ইতালি সাড়ে ৩শ’র মতো মৃত্যু রেকর্ড করেছে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে