ভারতে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়াল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ২:৪৭ অপরাহ্ণ |
ভারতে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫২৬ জন। এখনও পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬২ জনসহ মোট ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন রোগী কোভিড থেকে সেরে উঠেছেন।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ৩৫৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে।

এরপর ক্রমান্বয়ে রয়েছে দিল্লিতে ৯ হাজার ৩৪২, পশ্চিমবঙ্গ ৮ হাজার ৫২৭, উত্তরপ্রদেশ ৭ হাজার ৮১৭, অন্ধ্রপ্রদেশ ৭ হাজার ৩ জন।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে