করোনায় বিপর্যস্ত বিশ্ব, মৃত্যু ১৫ লাখ ছুঁই ছুঁই

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
করোনায় বিপর্যস্ত বিশ্ব, মৃত্যু ১৫ লাখ ছুঁই ছুঁই

পদ্মাটাইমস ডেস্ক : কোভিড-১৯ সংক্রমণে বিশ্ববাসী আজ কোণঠাসা। এ মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে মানবতা। গোটা বিশ্বে বেড়েই চলেছে সংক্রমণের হার। মারা গেছেন প্রায় ১৫ লাখ মানুষ। আক্রান্তও প্রায় সাড়ে ছয় কোটি মানুষ। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

কোভিড ১৯-এ আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৩৪৬ জন। আর সংক্রমণ ধরা পড়েছে ছয় কোটি ৪৮ লাখ ৪৪ হাজার ৭২৪ জনের দেহে। একই সময় বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা চার কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৪৯১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৭৯ হাজার ৮৬৫ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৬৫৭ জন, যা মৃত্যুতে তৃতীয় সর্বোচ্চ।

করোনা সংক্রমণে ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ৬৫০ জন। আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার এই দেশটিতে মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৫৩১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে