করোনায় ভারতে আরও ৪৮০ প্রাণহানি, আক্রান্ত ৩৭৯৭৫

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ১:১৬ অপরাহ্ণ |
করোনায় ভারতে আরও ৪৮০ প্রাণহানি, আক্রান্ত ৩৭৯৭৫

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৮০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৩৪ হাজার ২১৮ জনের মৃত্যু হলো।

এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৭৭ হাজার ৮৪০ জন।

এছাড় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩১৪ জন। এ নিয়ে দেশটিতে ৮৬ লাখ ৪ হাজার ৯৫৫ জন কোভিড রোগী সুস্থ হলেন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।

করোনায় ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট ৪৬ হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এরপর রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৭ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯১৮ জন এবং মোট মৃত্যু ৮ হাজার ৭২ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে