প্রশাসনে যাদের মনোনয়ন দিলেন বাইডেন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০; সময়: ১২:১৬ অপরাহ্ণ |
প্রশাসনে যাদের মনোনয়ন দিলেন বাইডেন

পদ্মাটাইমস ডেস্ক : কয়েক দফায় নতুন মন্ত্রিসভার মনোনয়ন ও হোয়াইট হাউসের কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবার একটা আকার পেতে যাচ্ছে।

নির্বাচনের ফল পাল্টে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ চেষ্টার পর বাইডেন ও তার টিম জোরেসোরে এগিয়ে যাচ্ছে।

দেশ শাসনে তার পরিকল্পনা কেমন হবে, তার নিবিড় দৃষ্টিভঙ্গি আমেরিকানদের সামনে হাজির করতে পেরেছেন তিনি। সিএনএন ও রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।

ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস আগেই নিশ্চিত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাইডেনের দীর্ঘদিনের সহযোগী টনি ব্লিংকেন।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী পদে আলেহান্দ্রো মায়োরকাস ও অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনকে নিয়োগ দিতে যাচ্ছেন বাইডেন।

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে রন ক্লেইন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জ্যাক সুলিভান নিয়োগ পেয়েছেন।

এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে অ্যাভরিল হেইনিস ও জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে নিয়োগ দিতে যাচ্ছেন তিনি।

আর জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে