আইসিইউ বেড খালি নেই জার্মানির হাসপাতালগুলোতে

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০; সময়: ১:৩৭ অপরাহ্ণ |
আইসিইউ বেড খালি নেই জার্মানির হাসপাতালগুলোতে

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাস প্রকোপের শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছিল জার্মানি। লকডাউন, স্বাস্থ্যবিধি, চিকিৎসা সেবা সবকিছু নিয়েই ছিল পরিকল্পনা। ধরে নেওয়া হয়েছিল- ইউরোপের অন্যান্য দেশের মধ্যে জার্মানিই সবচেয়ে ভালোভাবে মোকাবেলা করছে করোনা মহামারির।

কিন্তু করোনার দ্বিতীয় প্রবাহ শুরু হতেই দেখা যাচ্ছে এক মারাত্মক সমস্যা। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দিনে প্রায় ২৪ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন দেশটিতে। রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রেও। জার্মানির ইন্টেনসিভ অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর জার্মানির আইসিইউগুলোতে যেখানে রোগীর সংখ্যা ছিল ২৬৭ জন সেখানে গত ২০ নভেম্বর আইসিইউতে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৫ জনে, প্রায় ১৩ গুণ।

ইউরোপের অর্থনীতি তো বটেই, চিকিৎসা সেবার দিক থেকেও সবচেয়ে শক্তিশালী অবস্থানে এগিয়ে আছে জার্মানি। দেশটিতে প্রতি ১ লাখ নাগরিকের জন্য ৩৩.৯টি আইসিইউ বেড বরাদ্দ আছে। ইতালির ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ৮.৬। এত ভালো চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও হিমশিম খেয়ে যাচ্ছে জার্মানি।

এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যে ভেঙ্গে পড়বে পুরো ব্যবস্থা- শুক্রবার এমন আশংকার কথা জানালেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এর মুখপাত্র স্টেফেন সেইবার্ট।

তিনি বলেন, ‘করোনার প্রথম প্রবাহটা পার হয়ে আসতে পেরেছি আমরা, একে করোনা নিয়ন্ত্রণ বললে ভুল হবে। কেননা সংক্রমণের সংখ্যা এখনও অনেক বেশি জার্মানিতে। একে মোকাবেলা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে