কিডনি বেঁচে আইফোন কেনা সেই চীনা যুবক মারাত্মক অসুস্থ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ১২:৩১ অপরাহ্ণ |
কিডনি বেঁচে আইফোন কেনা সেই চীনা যুবক মারাত্মক অসুস্থ

পদ্মাটাইমস ডেস্ক : আজ থেকে ৯ বছর আগে ২০১১ সালে নিজের কিডনি বিক্রি করে অ্যাপল কোম্পানির আইফোন কিনেছিল চীনের ওয়াং শাংকুং। সে সময় বিশ্ব জুড়ে খুব আলোড়ন তুলেছিল এই ঘটনা। জানা গেছে, সেদিনের ১৭ বছরের যুবক ওয়াং শাংকুং আজ মারাত্মক অসুস্থ, নিয়মিত ডায়ালাইসিস দরকার হয় তার।

২০১১ সালে বাজারে এসেছে iphone4s ও ipad 2, এই দুটি কেনার জন্য পাগল হয়ে ওঠে ওই যুবক। কিন্তু তার পরিবারের সামর্থ্য ছিল না এই ফোন কিনে দেওয়ার। তখন ওই যুবকের সঙ্গে এক ব্যক্তির কথা হয়। এবং বেশ কিছু টাকায় সে রাজি হয় নিজের কিডনি বিক্রি করতে। সে জানায় তার একটি কিডনিই যথেষ্ট।

চিনের হুনান প্রদেশের একটি ক্লিনিকে হয়েছিল অবৈধ অস্ত্রোপচার। সেইসময় ওয়াং ছিলেন অপ্রাপ্তবয়স্ক। অবশেষে কিডনি বিক্রি করে ২০ হাজার ইউয়ান পায় ওয়াং। আর সেই টাকা দিয়ে সে iphone4s ও ipad 2 কিনে নেয়।

এব্যাপারে পরিবারের লোককেও কিছু জানায়নি ওয়াং। হঠাৎ মাসখানেক পর তার শরীর খারাপ করতে থাকে। তাকে হাসপাতালে ভর্তি করলে জানা যায়, তার একটি কিডনি নেই। তখনই জানা যায় পুরো ঘটনা।

এরপর কেটে গেছে ৯ বছর। এখন শরীরের বর্জ্য বের করে দিতে কৃত্তিমভাবে ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। এই ঘটনার তদন্তে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ওয়াং কে শেষপর্যন্ত বাঁচানো যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে