দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ৬:১৪ অপরাহ্ণ |
দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ

পদ্মাটাইমস ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই দেশব্যাপী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ম্যানুয়েল মেরিনো।তার পদত্যাগ ঘোষণার পরপরই রাজধানী লিমা-সহ বিভিন্ন শহরে আনন্দ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পেরুর গত দুই দশকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

গত সোমবার পূর্ববর্তী প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে অভিশংসন করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন ভিজকারা। কংগ্রেসে অভিশংসনের নেতৃত্ব দেওয়া মেরোনোকেই পরবর্তীকালে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

ভিজকারার অভিশংসনের পরপরই লিমা ও বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। শনিবার রাতে বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ২ আন্দোলনকারী নিহত হন। শনিবার শত শত তরুণ রাজধানী লিমার সেন্ট্রাল প্লাজা স্যান মার্টিনে পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

শনিবার রাতে লিমায় বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ। ছবি: এপি

পেরুর সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এসসালুদের বিবৃতিতে জানানো হয়, গুলিবিদ্ধ হয়ে ২ আন্দলনকারী মারা গেছেন। দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস জানিয়েছে, অন্তত ১১২ জন আহত হয়েছেন এবং ৪১ জন নিখোঁজ। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন।

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সিজার আনচান্তে জানান, ‘আমরা মূলত মেরিনোর বিরুদ্ধেই রাস্তায় নেমেছি। রাজনীতিবিদদের দুর্নীতি ও নিজেদের স্বার্থে বিভেদ সৃষ্টি দেখতে দেখতে আমরা ক্লান্ত।’

পুনরায় দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতা যাতে আইনপ্রণেতারা না পান, এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন ভিজকারা। রোববার মেরিনোর পদত্যাগের ঘোষণার পর তিনি বলেন, ‘যারা এ ধরনের অসাংবিধানিক সিদ্ধান্ত নিতে পারে, তাদের কাছে কী সমাধান চাওয়া উচিত?’

ভিজকারার অভিশংসন অবৈধ নয়, বরং ‘সাংবিধানিক পরিবর্তন’- এমন দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান মেরিনো।

দেশটিতে আগামী বছরের ১১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: রয়টার্স

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে