জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে হিলারিকে ভাবছেন বাইডেন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০; সময়: ৩:০৬ অপরাহ্ণ |
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে হিলারিকে ভাবছেন বাইডেন

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন তা নিয়ে সম্প্রতি পরামর্শকদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। সেখানেই ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেয়া হয়।

বাইডেন নিজেও তার প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির কথা ভাবছেন। তিনি এরই মধ্যে করোনাবিষয়ক টাস্কফোর্স গঠন করেছেন।

বাইডেনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, হিলারিকে বিশেষ দায়িত্ব দিয়ে বাইডেন তার প্রশাসনের গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। একই সঙ্গে হিলারিকে জাতিসংঘে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে করোনা-উত্তর পৃথিবীতে বিশ্ব সংস্থাটির ভূমিকা আরও জোরালো করতে চাইছেন।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। সেবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি। ওই নির্বাচনে পপুলার ভোটে জয়ী হলেও ইলেকটোরাল ভোটে হেরে যান মিসেস ক্লিনটন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে