প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০; সময়: ১:৫২ অপরাহ্ণ |
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক : নির্বাচনে হারের কয়েক দিনের মাথায় প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইট বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে সপ্তাহখানেক আগে থেকেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন মার্ক এস্পার। কয়েক মাস ধরে ট্রাম্প ও হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না প্রতিরক্ষামন্ত্রীর।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। মিলার যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট নির্বাচনের হেরে গেছেন। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন ট্রাম্প। এর মধ্যে আরো একজন প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন তিনি।

গত জুন মাসে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলন চলাকালে দেশজুড়ে বিক্ষোভ দমন করতে ট্রাম্প যখন সেনা মোতায়েনের চিন্তা করছিলেন, তখন বিরোধিতা করেন মার্ক এস্পার। এ নিয়েই দ্বন্দ্ব গভীর হয়। এস্পারের সঙ্গে একপ্রকার কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট। এর আগের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন।

বিবিসি জানিয়েছে, নির্বাচনে পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এবং হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে যেকোনো সময়ে বরখাস্ত করতে পারেন এমনটা শোনা যাচ্ছিল। সোমবার তারই সত্যতা পাওয়া গেল।

বরখাস্তের বিষয়টি প্রেসিডেন্ট টুইট করে জানানোর পর হোয়াইট হাউসের কোনো কমকর্তা বা প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে