যুক্তরাষ্ট্রে কোভিড রোগীর সংখ্যা কোটি ছাড়াল

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
যুক্তরাষ্ট্রে কোভিড রোগীর সংখ্যা কোটি ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ও মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে দেশটি। রোববার যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গেছে। এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনেই যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

২৯৩ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখনই আক্রান্তের হার সবচেয়ে বেশি।

গত শনিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা এক দিনের সর্বোচ্চ। গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই সেখানে লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

সাত দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৫ হাজার ৬০০ জনে, যা আগের সপ্তাহের চেয়ে ২৯ শতাংশ বেশি।

দৈনিক গড় হিসাব করলে এখন বিশ্বে করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১১ জনের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের। গত পাঁচ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের ওপরে রয়েছে।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে