বাড়ছে উত্তেজনা, আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ বিক্রি করতে চান ট্রাম্প

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
বাড়ছে উত্তেজনা, আমিরাতের কাছে ৫০টি এফ-৩৫ বিক্রি করতে চান ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক : ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ‘চুক্তির অংশ’ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে কাছে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসব যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসে অনানুষ্ঠানিকভাবে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে থাকা ইলিয়ট এনজেল বলেন, ‘এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে এবং ইসরায়েলে সামরিক কর্তৃত্বে প্রভাব ফেলতে পারে।’

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমিরাতের কাছে লকহিড মার্টিনের তৈরি ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইচ্ছার বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে হোয়াইট হাউস।

আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপনের দিন এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র ও আমিরাত।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে