হঠাৎ সব রেকর্ড ভেঙে ফ্রান্সে বাড়ল করোনার সংক্রমণ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ২:০৭ অপরাহ্ণ |
হঠাৎ সব রেকর্ড ভেঙে ফ্রান্সে বাড়ল করোনার সংক্রমণ

পদ্মাটাইমস ডেস্ক : ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিটি দেশে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। তবুও করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে হঠাৎ ফ্রান্সে ভাইরাসটির সংক্রমণের সংখ্যা বেড়েছে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১০ জন। দেশটিতে এটাই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।

পাবলিক হেলথ ফ্রান্স (এসপিএফ) জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১১৬ জন। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৪ হাজার ৭৬১ জন।

শুক্রবার ফ্রান্সে মোট করোনা সংক্রমণের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। এতে সংক্রমণের তালিকায় সপ্তম দেশ হিসেবে উঠে আসে দেশটি। ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বিপর্যস্ত ফ্রান্স। নতুন করে দেশটিতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছেই। আর সংক্রমণ ঠেকাতে রাজধানী প্যারিসসহ দেশজুড়ে আবারও রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। ফ্রান্সে দৈনিক গড় মৃত্যু টানা দশদিন ধরে বাড়ছেই।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সতর্ক করে জানান, করোনার প্রাদুর্ভাব আগামী গ্রীষ্ম পর্যন্ত চলবে। দেশের লোকজনকে কমপক্ষে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করতে হবে।

  • 106
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে